খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপির বাহিরমাদী গ্রামেএক গোখামারে গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে৬৭ হাজার একটি এড়ে গরু পুড়ে মারা যাওয়া সহ টিন সেট ঘর পুড়ে ৫ লাখ টাকারক্ষতি হয়েছে।
জানাযায়, গত সোমবার রাত ২ টাই উপজেলার ফিলিপনগর ইউপির বাহিরমাদী সিরাজ নগর গ্রামে মোজাম্মেল হকের গোখামারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন ধরে দুই টা টিন সেট ঘর পুড়ে যায়। এ সময় পরিবারের লোক জনের ডাকচিৎকার প্রতিবেশিরা বের হয়ে এসে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে।
আগুনে ঘরের মধ্যে থাকা ৬৭ হাজার টাকা মুল্যের ১ টি গরু ও ৪ টি বাইসাইকেল, ৩ টা ফ্যান, চোকি, দামী কাপড়, চোপড় পুড়ে সম্পন্ন ভস্মীভূত হয়ে যায়। পরে পুড়ে মারা যাওয়া গরুটি মাঠিতে পুঁতে রাখা হয়েছে। আগুন লাগা অবস্থাই গরুর ঘরের ১২ টি এলাকাবাসী সরিয়ে নিলে ১ টি গরু মারা যায় বলে জানা গেছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি