দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া
ডাক বাংলো চত্বরে বুধবার দুপুর ১২ টায় এস.এম.সির উদ্যোগে
স্থানীয় ডাক্তার দের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
আর. এম.পির কেন্দ্রিয় কমিটির তথ্য প্রচার ও গবেষনা সম্পাদক সাংবাদিক
সাইফুল ইসলাম (শাহীন) এর সভাপতিত্বে একর্মশালায় বক্তব্য রাখেন
এস এমসির সেলস অফিসার আবু রায়হান আর এমপির কেন্দ্রিয়
কমিটির সহ সভাপতি ডাঃ সুমন আলী,
ডাঃ ইউসুফ আলী,বোরহান উদ্দিন, বিল্লাল হোসেন, শিহাব উদ্দিন, ডাঃ লিটন রেজা,সেবা মেডিক্যালের সৌজন্যে এ কমিশালায় প্রায় অর্ধ শতাধিক গ্রাম ডাক্তার অংশ নেয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি