খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বুধবার সকাল ১০ টায় জাতীয় পুষ্টি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা: তৌহিদুল হাসান তুহিনের সভাপতিত্বে ও ডা: নাসরিন আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: এজাজ আহমেদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি হুমায়ন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালি খাতুন আলেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা সিদ্দিকা,
উপজেলা মৎস্য কর্মকর্তা হুসাইন আহমেদ স্বপন, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), দৌলতপুর সদর ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল মাস্টার। এ কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান বৃন্দ, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।