দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা রহিমা বেগম একাডেমির সাবেক সহকারী শিক্ষক ও বর্তমান আল্লারদর্গা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক নকিব উদ্দীন ১৮ জুন মঙ্গলবার রাত ১০ টার সময় দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
তার জানাজার নামাজ ১৯ জুন ২০২৪ (বুধবার) সকাল: ৯ টায় পুরাতন আমদহ মাঠপাড়া গোরস্থান ময়দানে অনুষ্ঠিত হয়।
নকিব উদ্দিন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। সে হৃদরোগ কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
জানাজায় ছাত্র-শিক্ষক অভিভাবক সহ এলাকার বিভিন্ন মহলের লোকজন উপস্থিত ছিলেন, এ সময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আল্লরদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরীর পক্ষে তার ছোট ভাই মিন্টু চৌধুরী, রহিমা বেগম একাডেমির প্রধান শিক্ষক মহাসিন রেজা। বক্তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও তার আত্বার মাগফেরাত কামনা করেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি