ভোলা বোরহানউদ্দিন প্রতিনিধি মোঃ ছোবাহান হাওলাদার: ভোলা বোরহানউদ্দিন উপজেলার পৌর ৬নং ওয়াডের বাসিন্দা আলহাজ্ব মোঃ জাকির হোসেন সাহেবের বাসায় গত কাল রাত ২.০০ঘটিকার সময় ঘরের পিছনের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ১০-১২ জন ডাকাত।
আলহাজ্ব মোঃ জাকির হোসেন বাংলাদেশ রেমিট্যান্সে ৪-৫ বার প্রথম স্থান অর্জনকারী একজন যোদ্ধা তাহার পরিবার নিয়ে ঢাকায় অবস্থান কালে এই ঘটনা ঘটে ঘটনা স্থানে গিয়ে জানা যা তাহারা ঢাকায় যাওয়ার কারণে কুয়েত কমপ্লেক্সের মহিলা মাদ্রাসার শিক্ষীকা।
রিপা বেগম বয়স ২৫এবং তাহার তিন ছাত্রী সহ ঘুমিয়ে ছিলেন এবং।বলেন বাড়ির মালিক ঢাকায় যাওয়ার কারণে তাহারা সেই বাসায় থাকতেন তাহার ভাষ্য মতে হঠাৎ কেউ এসে তাহার গলা চেপে ধরে। আর তাতেই তিনি চমকে উঠেন। এবং চোখ খুলে দেখেন তাদের সামনে দারলো অস্ত্র নিয়ে ১০-১২ জন লোক মুখে গামছা বেঁধে দাঁড়িয়ে আছে ।
এবং তাদেরকে বলল কোন কথা নয়। এই বলে তাদেরকে তাদের ওড়না দিয়ে বেদে ফেলে। এবং অন্য রুমের দিকে চলে যায় এবং এক থেকে দের ঘন্টা পর ডাকাত দল দুটো ব্যাগ একটি কাদে একটি হাতে করে সামনের দরজা দিয়ে চলে যায় তবে রেমিট্যান্স যোদ্ধা আলহাজ্ব জাকির সাহেব না থাকার কারণে ক্ষয় ক্ষতির পরিমাণ যানা যায়নি।
শেষ খবর পযন্ত সকল কিছু পুলিশের হেপাযতে আছে জাকির হোসেন সাহেব ঢাকা থেকে রওনা দিয়েছেন। ভোলা বোরহানউদ্দিন প্রতিনিধি মোঃ ছোবাহান হাওলাদার