1. raselahamed29@gmail.com : admin :
  2. uddinjalal030@gmail.com : jalal030 :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ও মিলন মেলা ২০২৪ অনুষ্ঠিত

Khandaker Jalal Uddin. Email: uddinjalal030@gmail.com
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৪২ Time View

খন্দকার জালাল উদ্দিন: প্রবাসে আঞ্চলিক সংগঠনের অন্যতম কুষ্টিয়া জেলা সমিতি ইউ এস এ ইনকের বনভোজন ও মিলন মেলা হয়ে গেল গত ৭ ই জুলাই ,২০২৪ , রোজ রবিবার , প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গ্লেন আইল্যান্ড স্টেট পার্কে ও ব্যাপক আনন্দঘন , উৎসবমুখর পরিবেশে বাস ও নিজস্ব পরিবহনে পাঁচ শতাধিক কুষ্টিয়াবাসীর এক মিলন মেলায় পরিণত হয়েছিল।

সমিতির সভাপতি আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ,সমিতির ট্রাষ্টিবোর্ড , উপদেষ্টামন্ডলী , কার্যকরী কমিটি, বনভোজন কমিটি সহ সকল অতিথিদের নিয়ে বেলুন উডিয়ে বনভোজন উদ্বোধন করেন ।

এসময় উপস্থিত ছিলেন ট্রাষ্টি বোর্ডের প্রধান মোঃ আসাদুজ্জামান , ট্রাস্টী বোর্ডের অন্যতম সদস্য ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কামাল,সাজিজুল ইসলাম সুজন,মোঃ হাফিজুর রহমান, মোঃ হালিম চৌধুরী, মোঃ নাজমুল আহসান দুলাল, প্রধান উপদেষ্টা হাজী সুজাউদ্দীন সেলিম, উপদেষ্টা মন্ডলীর সদস্য আম্বিয়া অন্তরা , জিন্নাত খান ,আনোয়ার হোসেন ,

মোঃ শহিদুল ইসলাম , বনভোজন কমিটির আহ্বায়ক রুহুল আমীন রিপন, যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন এ আবদুল্লাহ যুবায়ের, সদস্য সচিব, মোঃ একেএম রহমান মাসুম, আহসান উল্লাহ লিটন ও আশরাফুল ইসলাম,আবু জাহীদ জনি,সমন্বয়কারী মোঃ তৈয়ুবুর রহমান, সমন্বয়কারী মীর ফেরদৌস উল হক মিলন, বসির উদ্দীন ,সহ সভাপতি,আবুহেনা মোস্তফা কামাল রয়েল ,সহ সভাপতি, প্রফেসর মোঃ আঃ আলীম,সাংগঠনিক সম্পাদক , সাজিদ হাসান প্রলয়,আসিফ ইকবাল সন্চয় , আরিফুজ্জামান ,

সহ সভাপতি ,মোঃ মামুন রশিদ স্বরাজ ,মোঃ ওবাইদুর রহমান , মোঃ তৌহিদুর রহমান, মোঃ আমিনুল ইসলাম, সাবিহা সুলতানা,মোঃ মুক্তার হোসেন মুক্তা ,ওহিদুল ইসলাম সনি, মোঃ তোফাজ্জেল হোসেন, মোঃ রানা ,শাহীন আহম্মেদ ,আবু জাহিদ জনি,জসীম উদ্দীন , আবুল খায়ের,মনির উদ্দীন ,

শরিয়ত,আমিনুল হোসেন, জাহাঙ্গীর হোসেন,মাসুম, লাকী,হিরা,আবতাহী আহসান ছামীন,, সুমী ,মীর ফারহানুল হক ,রামিন রাসেল , বদরুল আলম পান্না ,আশরাফুল ইসলাম, জিয়া হাসান চৌধুরি, মোঃ সাঈদ , আজিম ডি হাসান , আমিনুল ইসলাম , জাহাংগীর হোসেন খোকন , লুবনা শাহানারা খাতুন,মোস্তফা কামাল মুকুল,মোঃ আঃ মান্নান বেলাল,

আলম মোহাম্মদ ,শরীফুল ইসলাম,রফিকুল ইসলাম,মোছাঃ হিরা ,ঝন্টু,মতিয়ার রহমান,ফালগুনী,বিপুল চৌধুরী,রোমেল,লুবনা,আবদুল খালেক,আঃ জব্বার ,আশরাফ,মেহেদী হাসান,মোঃ তৌহিদুর রহমান রিন্টু,সুমন,সাবরিনা,সানজিদা,মুনমুন জামান, সিমিন আক্তার ,

ঝন্টু, রুবেল,ইতি,হাফিজ উদ্দীন , শিল্পি,সাইফুল ইসলাম, মোঃ মানিক,জাহাঙ্গীর হোসেন মাসুম ও অন্যান্য সদস্যবৃন্দ । এছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট বিশিষ্ট আইনজীবি মোহাম্মদ এন মজুমদার , এলএলএম মাষ্টার্রস অফ ল , মোঃ জাকির হোসেন সিপিএ,মোঃ ঈমাম হাসান,রিয়েল এষ্টেট এজেন্ট (এক্সিট),মামুন টিউটরিয়ালের প্রতিষ্ঠাতা ও কর্ণধার জনাব শেখ আল মামুন ,মোঃ জালাল চৌধুরী,

ইলডার হোম কেয়ার,মোঃ মহিউদ্দীন(কমিউনিটি এক্টিভিস্ট ),মোঃ কামাল পাশা সভাপতি পাবনা ওয়েলফেয়ার,বারী মৃধা, সেক্রেটারী বালকা ওয়েলফেয়ার,মো বাচচু , সাবেক সভাপতি,পাবনা ওয়েলফেয়ার,মোঃ ইউনুচ,লিয়ন, পাবনা ওয়েলফেয়ার মোঃ আঃ হান্নান , উপদেষ্টা ,

বলাকা ওয়েলফেয়ার,মোঃ আমীর হোসেন, ভাইস প্রেসিডেন্ট ,বিক্রমপুর এসোসিয়েশন,এএসএম মাঈন উদ্দীন পিন্টু,সিইও এ্যাংকর ট্রাভেলস, মোঃ আতাউর রহমান রিমন, ক্যাপ্টেন, ৯৩ ইউএসএ ফ্রেন্ড ,ইউএস মার্চেন্ট ,

মোঃ রহমান,সিইও রহমানিয়া ট্রাভেলস, সেক্রেটারী ,ফরিদপুর জেলা সমিতি, মোঃ আঃ বারী ,সাধারণ সম্পাদক ,পাবনা জেলা সমিতি,মোঃ রানা , যুগম সম্পাদক , বৃহওর রংপু সমিতি,মোঃ ফয়সাল হোসেন , ফার্মাসিষ্ট ,মফ,মোঃ উজ্জল , শাহীন আহমেদ, গ্রেটার কুষ্টিয়া জেলা সমিতির প্রধান উপদেষ্টা মোঃ জামিরুল ইসলাম,

সভাপতি আঃ ওয়াহেদ,সাধারণ সম্পাদক আবদুল্লা আলমামুন(রাসেল),মোঃ নুরুজ্জামান সিদ্দিকী,রাজিবুল ইসলাম, মেহেদী হাসান,আঃ গফফার,শরীফ উদ্দীন ,বৈশাখী ইয়াছমিন,ফালগুনি, ইয়াসমিন।

দিনের প্রথম পর্বে শুরুতে নাস্তা ,তরমুজ, চিপস ও কোমল পানীয় পরিবেশন করা হয়। এর পর পরই খেলাধুলা পর্ব শুরু করা হয় ও খেলাধুলা পর্বটি পরিচালনা করেন মোঃ কামরুজ্জামান ও সাজিদ হাসান প্রলয় , মোঃআলমগীর , সন্চয় , এবং সাইফুল,আমিনুর,সনি, সামিন।

এরপর দুপুরের খাবার পরিবেশন করা হয় , সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজী সুজাউদ্দীন সেলিম ,সহযোগিতা করেন,নান্টু , আব্দুল গাফ্ফার,প্রলয়, মৃনময়,মিঠু,যুবায়ের,নুরুজ্জামান,রাসেল, রাজিব , তৈবুর সহ অনেকে। দুপুরের মধ্যাহ্ন ভোজনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়।

গান পরিবেশনা করেন কন্ঠশিল্পি নাজু, রাজিব, ফিরোজ,সনি, প্রলয় এবং অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন নাজমুল আহসান দুলাল । সাংস্কৃতিক অনুষ্ঠানটির পর দ্বিতীয় পর্বের খেলায় ছিল আকর্ষনীয় ফুটবল খেলা ও বালিশ বদল ।

আকর্ষনীয় ফুটবল খেলাটি পরিচালনা করেন ট্রাষ্টিবোর্ডের প্রধান মোঃ আসাদুজ্জামান ও সাজিদ হাসান প্রলয়। দ্বিতীয় পর্বের খেলাধুলার পরপরই পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্বটি শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন
সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান ও বনভোজন কমিটির আহ্বায়ক মোঃ রুহুল আমীন রিপন ।

এসময়
সভাপতি আশরাফুল আলম ট্রাষ্টিবোর্ডের সকল সদস্য, উপদেষ্টা মন্ডলী ও অতিথিদের নিয়ে পুরস্কার বিতরণ করেন ।

এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন ট্রাষ্টিবোর্ডের প্রধান মোঃ আসাদুজ্জামান , ডাঃ হুমায়নকামাল , মোঃ সাজেজুল ইসলাম সুজন ,, খন্দকার জামিরুল ইসলাম, সম্মানিত অথিতিদের মধ্যে ছিলেন মোহাম্মদ এন মজুমদার ,শেখ আল মামুন,

ইন্জিনিয়ার আব্দুল খালেক , মোঃ রহমান,সিইও রহমানিয়া ট্রাভেলস, সেক্রেটারী ,ফরিদপুর জেলা সমিতি, মোঃ আঃ বারী ,সাধারণ সম্পাদক ,পাবনা জেলা সমিতি,মোঃ রানা , যুগম সম্পাদক , বৃহওর রংপু সমিতি,মোঃ ফয়সাল হোসেন সহ অন্যান্য অথিতিবৃন্দ ।

ছোট্র ছেলেমেয়েদের জন্য ফ্রি গিফ্টের পাশাপশি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ ও সমিতির সদস্যবৃন্দ ।

সমিতির সম্মানিত ট্রাষ্টিবোর্ডের অন্যতম সদস্য ডঃ হুমায়ন কামাল ও শেখ আল মামুন কে কমিউনিটির সেবায় নিয়োজিত থাকায় বিশেষ সম্মাননা দেওয়া হয়। আকর্ষণীয় রাফেল ড্র পর্বটি একেএম রহমান মাসুম ভায়ের তত্ত্বাবধানে মোঃ সাজেজুল ইসলাম সুজন ও মোঃ কামরুজ্জামানের
পরিচালনায় টান টান উওেজনায় পর্বটি চলে ।

রাফেল ড্রয়ের প্রথম পুরস্কার- ( স্বর্ণের চেন) এন মজুমদারের সৌজন্যে, দ্বিতীয় পুরস্কার -(৬৫” টিভি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেকের সৌজন্যে ,তৃতীয়
পুরস্কার -(আই প্যাড) মোঃ আঃ ওয়াহেদ(সভাপতি গ্রেটার কুষ্টিয়া জেলা সমিতি,চতুর্থ পুরস্কার -(মোঃ জালাল চৌধুরী সৌজন্যে(ইলডার কেয়ার),পঞ্চম পুরস্কার – লাপটপ(এটর্নি মইন চৌধুরী), ষষ্ঠ পুরস্কার -ল্যাপটপ( মোঃ শাহনেওয়াজ (গোল্ডেন হোম কেয়ার) ,সপ্তম পুরস্কার – স্মার্ট ফোন,ঈমাম হাসান (এক্সিট রিয়েলেটর),নবম পুরস্কার -স্মার্ট ফোন,

আজাদুল ইসলাম(মিডোবুরুক মটগেজ),দশম পুরস্কার এবং একাদশ পুরস্কার — ডিনার সেট, গ্রেটার কুষ্টিয়া জেলা সমিতির সোজন্যে সহ মোট ২১ টি রাফেল ড্রর পুরস্কার দেওয়া । অন্যান্য রাফেল ড্রর পুরস্কারগুলো শেখ আল মামুন , খলিল হালাল চাইনিজ , জাকির সিপিএ, উপদেষ্টা মোঃ জিন্নাত খান , মোঃ জনিরুল ইসলামের পারফিউম ফাবিহা এর সৌজন্যে মোট ২১টি
পুরস্কার প্রদান করা হয় ।

এছাড়া আমাদের বনভোজন সফল করতে বাস স্পন্সর করেন ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কামাল এবং মোঃ আলমাস উদ্দীন (মার্কস হোম কেয়ার)। বালিশ খেলার সমস্ত পুরস্কার স্পনসর করেন উপদেষ্টা কুষ্টিয়া জেলা সমিতির এর্টনী মোঃ গোলাম মোস্তফা এবং বাচ্চাদের কিছু ইভেন্ট স্পনসর করেন উপদেষ্টা আম্বিয়া অন্তরা আপা। ট্রাস্টীবোর্ডের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আসাদুজ্জামান, ডাঃ হুমায়ন কামাল , সাজেজুল ইসলাম সুজন , মোঃ হাফিজুর রহমান , মোঃ হালিম চৌধুরী , নাজমুল আহসান দুলাল , উপদেষ্টামন্ডলীর মধ্যে হাজী সুজা উদ্দীন সেলিম ,

খন্দকার জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ এন মজুমদার , শেখ আল মামুন, ইন্জিনিয়ার আব্দুল খালেক । পরিশেষে সভাপতি আশরাফুল আলম সকল অথিতিবৃন্দ , ট্রাস্টী বোর্ড, উপদেষ্টামন্ডলী , বনভোজন কমিটি ও কার্যকরী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ দিয়ে বনভোজন ও মিলন মেলার সমাপ্তি ঘোষণা করেন৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 biplobidiganta.com

Design & Developed By : Anamul Rasel