খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।
৩১ জুলাই বুধবার বেলা ১১ টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহর সভাপতিত্বে ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোকপাত করে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী,
বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান ও ইখফাত আরা জলি কবিরাজ,
এসিল্যান্ড মোঃ ফয়সাল আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকেন্দার আলী, মৎস্য চাষী শিক্ষক মজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহি, চেয়ারম্যান সোহেল রানা বুলবুল, অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন উপজেলা কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন।
শেষে তিনজন শ্রেষ্ঠ চাষীকে ক্রেষ্ট প্রদান করেন। অনুষ্ঠানের শিক্ষক সাংবাদিক সরকারি কর্মকর্তা মৎস্য চাষী গণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি