খন্দকার জালাল উদ্দিন : কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের শৃঙ্খলা ও চেইন অফ কমান্ড ফিরে এসেছে গতকাল দৌলতপুর থানা পুলিশের গাড়ি বহর দৌলতপুর থানা থেকে শুরু করে উপজেলা বাঁচার সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছে গত ৫ই আগস্ট এর পর থেকে থানার বিভিন্ন এলাকায় পুলিশি কার্যক্রম বন্ধ ছিল।
বেশ কিছুদিন বন্ধ থাকার পর গতকাল বুধবার থেকে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে এবং ফিরে এসেছে বলে জানা গেছে। দৌলতপুর থানায় ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানান, পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করবে এবং থানার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় গতিশীল কার্যক্রম চালিয়ে যাবে জেনে পুলিশকে সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানাই।