খন্দকার জালাল উদ্দীন : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দৌলতপুর থানার "নাগরিক নিরাপত্তা কমিটি"র সদস্যদের ওসি’র সাথে সার্বিক বিষয়ে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গত কাল শনিবার সন্ধায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়, উপস্থিত ছিলেন মোহাম্মদ রাজীজুল ইসলাম, মোহাম্মদ রাকিবুল ইসলাম, পিয়াস ইবনে সামা, নাহিদ হাসান খান, আমির হামজা, মোহাম্মদ হোসাইন খান, মোহাম্মদ খালিদ হাসান আরজু, মোঃ সাহাবুল ইসলাম, নুরুল হাসান তূর্য, মোহাম্মদ আশিক রেজা শিশির, ফরজ উল্লাহ মোঃ সেলিম বাসার সবুজ, আহমেদ সবুজ প্রমূখ।
এ সময় ছাত্ররা ওসি কে জানান পুলিশের পাশে ছাত্ররা সহযোগিতার জন্য সর্বত্র প্রস্তুত আছে। কোন প্রকার অসুবিধা হলে তারা পুলিশকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। ইতিমধ্যে এলাকার ছাত্রসমাজ বিভিন্ন সামাজিক কাজে আত্মনিয়োগ করছে, আল্লার দর্গা বাজারের ময়লা আবর্জনা পরিষ্কার ও যানজট নিরশনে বিশেষ ভূমিকা পালন করে আসছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি