মোঃ শাহাবুল ইসলাম সভাপতি ও আমজাদ আলী সাধারণ সম্পাদক
খন্দকার জালাল উদ্দীন : : জনতার অধিকার, আমাদের অঙ্গিকার এই স্লোগান নিয়ে বাংলাদেশে সদ্য নিবন্ধন পাওয়া গণঅধিকার পরিষদে কর্মী সভা ও গণঅধিকার পরিষদের দৌলতপুর শাখার কমিটি গঠণ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৪ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা অবস্থিত নরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়াম এই কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলার শাখার গণঅধিকার পরিষদে সাবেক সদস্য সচিব আমজাদ আলীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসূচী ও নিরাপত্তা সম্পাদক মোঃ আহসান হাবীব,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া গণঅধিকার পরিষদের আহবায়ক সদস্য সচিব খালেকুজ্জামান, সিনিয়র যুগ্ন আহবায়ক রাশেদ হোসেন, দৌলতপুর ছাত্র অধিকার পরিষদে আহবায়ক আমির হামজাসহ প্রমুখ।
সেলিম বাসার সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসূচী ও নিরাপত্তা সম্পাদক মোঃ আহসান হাবীব, জেলা সদস্য সচিব খালেকুজ্জামান, জেলা সিনিয়র যুগ্ন আহবায়ক রাশেদ হোসেন, আমির হামজা, সাব্বির হোসেনসহ প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্য আহসান হাবীব বলেন, বাংলাদেশে অনেক দল এসেছে, অনেক দল গিয়েছে এবার বাংলাদেশের নেতৃত্ব দিবে গণঅধিকার পরিষদ। আপনারা আমাদের সাথে আসুন।
১৮ বছরের ছাত্ররা যদি এই সরকারকে হঠাতে পারে তাহলে এই ছাত্র সমাজ কেন দেশ চালাতে নেতৃত্ব দিতে পারবে না।আমরা অবশ্যই বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলবো। একটি স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
সবশেষে গণঅধিকার পরিষদের দৌলতপুর উপজেলার শাখার মোঃ শাহাবুল ইসলাম সভাপতি ও আমজাদ আলী কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ।