প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৪, ৬:৪৫ পি.এম
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও কমিশনের ১২ সদস্য পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও কমিশনের ১২ সদস্য পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে পিএসসি সচিবের কাছে তারা পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন।
ওই কর্মকর্তা আরও জানান, চেয়ারম্যানের পাশাপাশি আরও ১২ সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে দুইজন সদস্য এখনও জমা দেননি।
পিএসসি সংস্থারের দাবি জানিয়ে আসছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে পোস্ট দিয়ে পিএসসি সংস্কারের দাবি তোলেন। একই দিন পিএসসি ঘেরাও করে একদল ছাত্র।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি