প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৪, ৭:২০ পি.এম
দৌলতপুর র্যাবের অভিযানে গাজা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দৌলতপুর : র্যাব-১২ কুষ্টিয়া অভিযান চালিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রাম থেকে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৪ কেজি গাজা সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় এই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে।
১৩ অক্টোবর রবিবার সকাল আনুমানিক ৭ টায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক অভিযান পরিচালনা করে। এইসময় কুষ্টিয়া জেলার সদরের চৌড়হাস এলাকায় থেকে ০৪ কেজি গাঁজা, ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল সহ দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের মৃত খেদু মন্ডল ছেলে মোঃ ইয়ারুল ইসলাম (৪৭)কে গ্রেফতার করে।
পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে এবং উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা করে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি