দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মধ্যরাতে দৌলতখালী গ্রামে গুলির শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে দিশেহারা হয়ে পড়ে।
জানাগেছে গতই ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দিনে দিনে আতঙ্কের জনপদে পরিণত হচ্ছে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বেশ কিছু জনপদ।
গত ১০ অক্টোবর দৌলতপুরের দৌলতখালী ৬ নং ওয়ার্ডে মসজিদ কমিটির টাকার হিসাব নিয়ে বি.এন.পি’র আলি আকবর ও জিয়া দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন ব্যক্তি আহত হয়। একাধিক সূত্র নিশ্চিত করে সংঘর্ষ সময় গুলি বর্ষণ ও বোমা বিস্ফোরিত হয়েছিল। এ ঘটনা দৌলতপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
এদিকে ১৩ অক্টোবর রাত অনুমানিক ১১ টার দিকে দৌলতখালী ৬ নং ওয়ার্ড এলাকায় ১০ থেকে ১২ রাউন্ড গুলির শব্দ শুনে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।
নাম পরিচয় গোপন রাখার শর্তে একাধিক ব্যক্তি বলেন, হঠাৎ রাত ১১ টা থেকে থেমে থেমে অন্তত ১০ থেকে ১২ রাউন্ড গুলির শব্দ আমরা শুনতে পেয়েছি, পরে আজমত আলি সহ দু’জন মারাত্বক আহত হওয়ার কথা শোনাগেছে। এভাবে চলতে থাকলে আমরা দৌলতপুর উপজেলাতে কেহই নিরাপদ থাকছি না। তাই আমাদের দাবি যত দ্রুত সম্ভব আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে জনগণের জানমাল রক্ষা করবে বর্তমান সরকার।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ১০ই অক্টোবরের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এবং ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির ঠোসা উদ্ধার করা হয়েছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি