খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মেহেরপুরের শিশুটিকে উদ্ধার করে। মঙ্গলবার কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে ১৪ অক্টোবর সোমবার সকালে শিশুটিকে মেহেরপুর জেলার ইসলামনগর গ্রামের জহিরুল হকের বাড়ি থেকে অপহরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন বিজিবি’র অধীন মথুরাপুর বিওপি থেকে ১৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর পশ্চিমপাড়া গ্রামে শিশুটিকে উদ্ধারে অভিযান চালানো হয়।
ওই গ্রামের অপহরণকারী আসাদুজ্জামান (২৬) ও জনি শেখ (২০) এর বাড়িতে বিজিবি ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। আসামি আসাদুজ্জামানের বাড়িতে বিজিবি’র সুবেদার মুজিবুল হকের নেতৃত্বে এ অভিযান চালিয়ে মেহেরপুর জেলার অপহৃত শিশু তামিম হোসেন (৬) কে উদ্ধার করা হয়।
অপহরণকারীরা যৌথ অভিযানের সংবাদ পেয়ে পালিয়ে গেছে। পরে শিশুটিকে মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে অপহরণের শিকার শিশু তামিম হোসেনের অভিভাবক মেহেরপুর সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
তামিম মেহেরপুর সদরের ইসলামনগর গ্রামের জহিরুল হকের ছেলে। শিশুটির পরিবার বলে, তামিমকে অপহরণ করা হয়েছিল। এ বিষয়ে মামলা করার পর পুলিশ ও বিজিবি তামিমকে অপহরণকারীদের বাড়ি থেকে উদ্ধার করে।