খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ঘটেছে জানা গেছে উপজেলা সদরের শাহাবুদ্দিনের পুত্র আনোয়ার হোসেন (বাবু) (২৫) ঢাকায় অবস্থান কালে ডেঙ্গুতে আক্রান্ত হয়। পরে ঢাকা থেকে দৌলতপুর নিজ বাড়িতে এসে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
চারদিন চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু ঘটে।
এদিকে শুক্রবার সকাল সাড়ে দশটায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত আনোয়ার হোসেন বাবুর মানিক দিয়ার গোরস্থানে নামাজে জানাজার শষে তাকে দাফন করা হয়। এতে আত্মীয়-স্বজন ছাড়া ও সর্বস্তরের মানুষ অংশ নেয়।