প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৪, ৫:১০ পি.এম
দৌলতপুরে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আরো এক আসামি গ্রেপ্তার
দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নঈম উদ্দীন সেন্টু হত্যা মামলার আরো এক আসামি নাঈম হোসেনকে (২২) লক্ষীপুর সদর থেকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ৪ টার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষীপুর থেকে দৌলতপুরে নেওয়া হয় আসামিকে।
নাঈম দৌলতপুর উপজেলা ফিলিপনগর এলাকার মহসিন সর্দারে ছেলে। শুক্রবার সকালে তাকে কারাগারে পাঠানো হবে। এসময় আসামির রিমান্ড চাইবে পুলিশ। এবস তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক তারেকুল হক।
এর আগে ১৪ অক্টোবর সোমবার রাতে পাবনার গোবিন্দপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম টুকুকে (৪৫) গ্রেপ্তার করে র্যাব।
নিহত সেন্টু ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি ওই এলাকার মৃত মতলেব সরকারের ছেলে।
গেল ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয় সেন্টুর। এ ঘটনায় ১ অক্টোবর নিহতের ছেলে আহসান হাবীব বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। এতে টুকুকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি করে মামলায় ১০ জনের নাম উল্লেখসহ ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এ মামলার পলাতক আসামিরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার সোহাগ হোসেন ওরফে গিট্টু (২২), রওশন (২৩), রাসেল (২৭), লালন (২৬), শামসের আলী গিট্টু (২৩), আল আমিন (২০), হিমেল (২৭) ও ইরাক (৩০)।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি