খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপি’র গোলাবাড়িয়া গ্রামের নিচে পদ্মা নদীতে গোসল করতে নেমে ৯ ম শ্রেনীর এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে।
জানাগেছে, শনিবার দুপুর ২:৩০ সময় ফিলিপনগর ইউপি’র কলেজ পাড়া গ্রামের রাখির ছেলে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ ম শ্রেনীতে পড়ুয়া ছাত্র সজিব (১৪) ৫/৬ জন বন্ধু গোলাবাড়িয়া গ্রামের নিচে পদ্মা নদীতে গোসল করতে নেমে সাতার কাটতে গিয়ে সজিব পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।
এলাকা বাসী খবর পেয়ে তাকে নদীতে অনেক খোঁজাখুজি করে উদ্ধার করতে পারেনি। এ দিকে সজিব কে উদ্ধারের জন্য খুলনার ফায়ার সার্ভিস ডুবুরিদলকে জানানো হয়। সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধারের কোন খবর পাওয়া যায়নি।