খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরের মহিষকুন্ডিতে শনিবার দুপুরে মহিষকুন্ডিতে বিএনপির আয়োজিত ২০২৩ সালের ২৬ শে অক্টোবর আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের সময় গণ গ্রেপ্তার এর অংশ হিসেবে দৌলতপুর থানা পুলিশের ধাওয়ায় পালানোর সময় বিএনপি নেতা মেহেদী হাসান সাকবর (৪২) এর মৃত্যু ঘটে।
বিএনপি নেতা সাকবরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিষকুন্ডিতে বিএনপি আয়োজিত স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মরহুম মেহেদী হাসান সাকবরের স্ত্রী মোছা: সুমাইয়া আক্তার কাজলীর,সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী মো: জাকির হোসেন, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন
দৌলতপুর থানা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মো: রেজাউল করিম, সহ-সভাপতি মো: রিয়াজুল হক, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো: গোলাম মোস্তফা, বিএনপি’র যুগ্ন সম্পাদক মো: বিল্লাল হোসেন, বিএনপির অন্যতম নেতা মো: নুরুজ্জামান হাবলু মোল্লা, বিএনপি নেতা মো: মফিদুল ইসলাম, মো: আবু তালেব, মো: আসাদুজ্জামান সোনা, আয়োজিত স্মরণ সভায় দৌলতপুর থানা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি