শনিবার (২৬ অক্টোবর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামি ১৬৪ ধারায় দোষ শিকার করে আদালতে জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গেল রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় গ্রামের দক্ষিণপাড়ায় এই খুনের ঘটনা ঘটে। এ সময় ঘরে রাখা নগদ ২ লাখ ২৫ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় তারা ।
এই ঘটনায় নিহতের ভাই অশোক কুমার ২২ তারিখে চুয়াডাঙ্গা সদর থানার মামলা করেন। মামলা নং- ০৮
নিহত অঞ্জলি প্রামাণিক দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার বাসিন্দা নরসুন্দর গণেশ প্রামাণিকের স্ত্রী।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, চুয়াডাঙ্গায় গৃহবধূ খুনের ঘটনায় শনিবার ভোরে ঝিনাইদহ থেকে আসামি গ্রেপ্তার করা হয়েছে। এসময় খুনের দিন লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আসামী আদালতে খুনের ঘটনা শিকার করে জবানবন্দি দিয়েছে।