খন্দকার জালাল উদ্দীন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ প্রায় দু’মাস ধরে না থাকায় বৃহৎ এ দৌলতপুর উপজেলার জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দৌলতপুরের সু-দক্ষ সিনিয়র সহকারী জজ মোঃ শাহিন রেজা প্রায় দু মাস আগে ঢাকার সি এম এম আদালতে বদলী হলেও এ পর্যন্ত কোন সিনিয়র সহকারী জজ না দেয়ায়, দুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। অবিলম্বে এই বৃহৎ দৌলতপুর উপজেলায় চৌকি আদালতে সিনিয়ার জজ নিয়োগ করার দাবী এলাকা বাসীর ।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি