খন্দকার জালাল উদ্দীন : সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত হয়েছে।শনিবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র্যালি,জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ।উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।
ইউডিএফ মো.আব্দুস সালামের সঞ্চালনায় উপজেলা সহকারী কৃষি অফিসার মো. আলী হোসেন,উপজেলা আইসিটি কর্মকর্তা মো. সোহেল রানা, সাংবাদিক সাইফুল ইসলাম শাহীনসহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক ও সদস্যরা এবং সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।এসময় বক্তারা দিবসটির গুরুত্ব ও সমবায়ের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে তুলে ধরেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি