খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে একমি কোম্পানির বিক্রয় প্রতিনিধির টাকা ও মোটরসাইকেল ছিনতাই নাটকের রহস্য উন্মোচন করেছেন দৌলতপুর থানা পুলিশ। মানসিক ও হতাশাগ্রস্থতার কারণে সাজানো হয়েছিল ছিনতাইয়ের এর নাটক। সেই নাটকের মূলহোতা হাফিজুর রহমান বিক্রয় প্রতিনিধি কে গ্রেপ্তার টাকা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
হাফিজুর রহমান তার এজাহারে জানিয়ে ছিলেন, ওষুধ কোম্পানীর টাকা ও মারপিট করে তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়েছে সশস্ত্র ছিনতাইকারী চক্র। ০৩ নভেম্বর রবিবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতপুর-কাতলামারী সড়কের ঘোড়ামারা মাঠের মধ্যে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
একমি ওষুধ কোম্পনীর বিক্রয় প্রতিনিধি হাফিজুর রহমান কোম্পানীর ৪৫ হাজার টাকা ছিনতাই নাটক সাজিয়ে পুলিশের কাছে ফেঁসে যায়।
ছিনতাই ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি শেখ আব্দুল আওয়াল কবীর বলেন, ঐ দিন ঘটনাটি শুনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়। পরে গভীর ভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশ হয়। সেখানে কোন ছিনতায় হয়নাই। যেহেতু ছিনতায় হয়নি হাফিজুর রহমান কে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্য কর তথ্য। সে জানায় গাড়ি রেখে এসেছে দাশড়িয়া বন্ধুর বাসায় ও টাকা ৪৫ হাজার তার কাছে আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি শেখ আব্দুর আওয়াল কবীর।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি