দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মধ্যে থাকা সরকারী একটি শিশু ও একটি কাঁঠাল গাছ প্রায় ৫০ হাজার টাকা মূল্যের কেটে নিয়েছে অফিস-সহকারী রুবেল গাজী হাসান ও তার স্ত্রী সুমাইয়া ইসলাম বলে এলাকাবাসীর অভিযোগ।
অভিযোগে জানা গেছে গত ১৩.১০.২৪ তারিখে অফিস সহকারী হাসান গাজী ও তার স্ত্রী সহকারী কমিউনিটি আদাবাড়িয়া ইউপি’র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার সুমাইয়া ইসলাম এর যোগসাজোষে কেটে নিয়েছে মূল্যবান দু’টি গাছ।
এলাকাবাসী জানায় পঞ্চাশ হাজার টাকার মূল্যের এই গাছ দুইটি রাতের অন্ধকারে প্রথমে কেটে রাখে এবং পরে ১৫.১০.২৪ তারিখে তাদের যোগসাজোষে নিয়ে যায়। এলাকাবাসী বিষয়টি জানার চেষ্টা করলে অফিস সহকারী রুবেল গাজী হাসান জানান, গাছ সরকার বিক্রি করে দিয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
জানা গেছে সুমাইয়া ইসলাম গত ১৬.১০.২৪ তারিখে আদাবারিয়া থেকে ধরমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বদলি হন। সুমাইয়া ইসলামকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে, তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসার রফিকুল ইসলামের মোবাইল নম্বরে এব্যাপারে জানার চেষ্টা করলে তিনি মোবাইল রিসিভ করেননি।
এলাকাবাসী সরকারি গাছ আত্মসাতের যথাযথ তদন্ত-পূর্বক বিচার দাবি করেন এবং গাছ খেকো অফিসার ও কর্মচারীর শাস্তি নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি