দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গায় নাসির টোবাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ নম্বর গোডাউনে অবৈধ মালামাল আছে সন্দেহে রাজস্ব বিভাগের পক্ষ থেকে সিলগালা করা হয়েছে।
জানা গেছে ১৩ নভেম্বর বিকেল চারটার দিকে ভেড়ামারা সার্কেলের রাজস্ব কর্মকর্তা সাইফুদ্দিন এর নেতৃত্বে রাজস্ব বিভাগের লোকজন নাসির টোবাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে প্রবেশ করে এবং তাদের ৬ নম্বর গোডাউনের মালামাল পরিদর্শন করে। পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান তাদের কাছে যে ইনফরমেশন ছিল সে কারণে গোডাউনে প্রবেশ করা হয়েছে এবং কিছু অবৈধ মালামালের নমুনা পাওয়া গেছে।
যেগুলি এই মুহূর্তে রেজিস্টার এর সঙ্গে মিল রেখে যাচাই-বাছাই করা সম্ভব নয়। এ কারণে গোডাউনে সিলগালা করা হয়েছে পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি সূত্র জানাই গোল্ডলীফ ও বেনসন সিগারেট এর কাঁচামাল সংগ্রহ করে গোডাউনজাত করেছে প্রতিষ্ঠানটি। এই সূত্র ধরে রাজস্ব কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা নাসির টোব্যাকোর মধ্যে গিয়ে বিষয়টা জানার চেষ্টা করে। কিন্তু গোডাউনের মধ্যে কিছু তামাক ও সাদা কাগজ রাজস্ব কর্মকর্তারা দেখতে পাই।
এ বিষয়ে নাসির টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেটের কর্মকর্তা মাখলুকাত হোসেন মুকুল ও আসাদুল হক বাবু জানান কে বা কারা ভুল তথ্য দিয়ে আমাদের হয়রানি করার জন্য এই কাণ্ড ঘটিয়েছে। আমাদের কোন অবৈধ মালামাল বা গোল্ডলিফ ও বেনসন সিগারেটের প্রস্তুত করা বা বাজার করা, এ ধরনের কোন পরিকল্পনা আমাদের নাই, এ ঘটনা গুজব, এটা আদৌ সত্য নয়। কোন অবৈধ মালামাল আমরা আমাদের গোডাউনে সংরক্ষণ করি নাই। আমাদের হয়রানি করার জন্য এই ঘটনা রটিয়েছে এবং ভবিষ্যতে এই টোব্যাকো যাতে না চালু করা যায়, এজন্য কে বা কারা এ ধরনের বক্তব্য প্রচার করেছে।