খন্দকার জালাল উদ্দীন :কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশে তৈরি শটগান,একটি এয়ারগান ও নয়টি ককটেলসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর ও শেরপুর গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।এসময় বাড়িতে অস্ত্র রাখার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন-পিয়ারপুর গ্রামের জহুরুল বিশ্বাসের ছেলে জারিফ ইসলাম জিমি, জগন্নাথপুরের মৃত সায়েদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও আব্দুল মান্নানের ছেলে সোহাগ।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া আর্মি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে জারিফের বাড়ি থেকে দুটি নাইন এমএম পিস্তল ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। জাহাঙ্গীরের বাড়িতে পাওয়া যায় দুটি টুয়েলভ এমএম-বোর পিস্তল। এছাড়া, অভিযানে নয়টি ককটেল ও ১৫ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন, চারটি কার্তুজ ও পাঁচটি হাঁসুয়াসহ কিছু ধারাল ছুরি উদ্ধার করা হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি