দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাব-রেজিস্টার অফিস যথারীতি না চলার কারণে সাধারণ মানুষ তাদের জমি জায়গা ক্রয় বিক্রয় নিয়ে হতাশা ও চরম বিপাকে পড়েছে।
ভুক্তভোগীদের মাধ্যমে জানাগেছে গত ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনে এলাকার কিছু বিএনপি নামধারী সন্ত্রাসী রেজিস্ট্রি অফিসের নিয়ন্ত্রণ নিয়েছে। সাব-রেজিস্টার কে হুমকি ধামকির মধ্যে ফেলে জমি রেজিস্ট্রি নিয়ন্ত্রন নিয়েছে।
ক্রেতা বিক্রেতার কাছ থেকে প্রতি দলিলে ১০ থেকে ১৫ হাজার টাকা অতিরিক্ত হাতিয়ে নিয়ে সাব-রেজিস্টারের কাছে জোরপূর্ব রেজিস্ট্রি করে নিচ্ছে। সাধারণ দলিল লেখকরা চরম বিপদে আছে, কারা অনেকেই বেকার হয়ে পড়েছে। তারা সাধারণভাবে ক্রেতা-বিক্রেতার জমির দলিল রেজিস্ট্রি করতে পারছে না। গত সপ্তাহে বুধবার ষাটটি দলিল রেজিস্ট্রি হয় এর মধ্যে ৩০ টি সন্ত্রাসীদের দখলে, তারা প্রতি দলিলে ১০ থেকে ১৫ হাজার টাকা অতিরিক্ত নিয়ে সাব-রেজিস্টার এর কাছে জোরপূর্ব রেজিস্ট্রি করে নিয়েছেন।
এতে সাব-রেজিস্টার বিরক্তবোধ করে দৌলতপুর সাব-রেজিস্টার অফিসে আসছে না। এ বছরে ২০ দিন অফিস চলেছে, ৬ জন সাব-রেজিস্টার বদলি হয়েছে।
এই সন্ত্রাসী চক্রের হাতে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। দলিলের নকল তুলতে ভেড়ামারা-কুষ্টিয়া সাব রেজিস্টার অফিসে খরচ হয় ১৫০০ টাকা অথচ দৌলতপুরে খরচ হয় ২ হাজার টাকা। এইসব চক্র বিএনপি নামধারী সন্ত্রাসী, তারা কেহ দলিল লেখক, কেহ হোটেল বয়, কেউ চা দোকানি, কেহ অফিসের পিয়ন রয়েছে,যাদের পিছনে রয়েছে গডফাদার। দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা জানান, বিষয়টা আমি শুনেছি, কেহ দলীয় সিদ্ধান্তের বাইরে কিছু করলে,তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সাধারণ মানুষ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছে, ১০-১২ জন একটি সন্ত্রাসী চক্র এই কাজটা করছে। যা কোন নেতা বা প্রশাসন নিয়ন্ত্রণে আনতে পাচ্ছেন না। নিয়ন্ত্রণ করতে গেলেই জীবননাশের হুমকির আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষ মেয়ের বিবাহ, চিকিৎসা, বিদেশ যাওয়া, টাকার অভাবে বিভিন্ন অসুবিধার কারণে জমি জায়গা বিক্রয় করতে হচ্ছে। টাকার প্রয়োজনে অবশেষে ওই সকল বিএনপি নামধারী সন্ত্রাসীদের হাতে হাত মেলায়ে দলিল রেজিস্ট্রি করতে বাধ্য হচ্ছে। বিধায় জেলা প্রশাসক মহোদয়ের বিষয়টি দৃষ্টিগোচর করছে এলাকাবাসী, তদন্ত-পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য ।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি