খন্দকার জালাল উদ্দীন : স্থায়ী বাধ চাই, নদী ভাঙন রোধ চাই এই শ্লোগান নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মরিচা ইউনিয়নের মাজদিয়াড়, কোলদিয়াড় ও ভুড়কা পাড়া অঞ্চলে পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাধ নির্মানের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
ভূরকাপাড়া এলাকায় পদ্মানদীর তীরে রোববার বেলা ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুর শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। প্রায় আধাঘন্টা মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ছাড়াও স্থানীয়রাও অংশ নেয়। বক্তারা বলেন, বিগত কয়েক বছর ধরে পদ্মা নদী ভাঙ্গনে ভয়ংকর রুপ ধারন করেছে।
ফিলিপনগর ইউনিয়নের কিছু অংশে স্থায়ী বাঁধের ব্যবস্থা হলেও মরিচাবাসী সেই সুবিধা থেকে বঞ্চিত। এতে মাজদিয়াড়, কোলদিয়াড় এবং ভুড়কা পাড়া এলাকায় প্রতি বছর শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন।
তাই মরিচার ইউনিয়নকে বাঁচাতে, মানুষকে বাঁচাতে দ্রুত সময়ের মধ্যে এই এলাকায় স্থায়ী বাধ নির্মান খুবই জরুরী। তাই গোলাবাড়ি থেকে রায়টা পাথরঘাটা পর্যন্ত স্থায়ী বাধ ও নদী ভাঙন রোধে পদক্ষেপ গ্রহনের জন্য মানববন্ধনের মাধ্যমে বর্তমান অন্তবর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টার সৃষ্টি আকর্ষণসহ সংশ্লিষ্ট উপদেষ্টার মাধ্যমে দ্রুত স্থায়ী বাধ নির্মান করবেন বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আশা প্রকাশ করেন। মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দৌলতপুর উপজেলা শাখার প্রতিনিধি রাজিজুল ইসলাম, রকি, পিয়াস ইবনে সানা প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি