দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ায় ”দৌলতপুর সমিতি কুষ্টিয়া”র কার্যনির্বাহী কমিটির সাপ্তাহিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭ টার সময় দৌলতপুর সমিতি কুষ্টিয়ার নারিকেল তলা মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত অফিস রুমে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, আহ্বায়ক মোঃ ইয়ার আলী সহ শহীদ সরকার মঙ্গল, হেসাব উদ্দিন, মোঃ আজিজুল হক, এম এ হাসেম, মনজুরুল হক, হামিদুর রহমান বকুল, মোঃ বশির উদ্দিন বিশ্বাস, মোহাম্মদ মঈন উদ্দিন, এ কে এম ফয়সানুল কবির, মোঃ রেজাউল হক, আছানুল হক, সাইদুল ইসলাম, সেলিম তোহা, বুরহানুল ইসলাম সহ সমিতির সকল সদস্য।
উক্ত সভায় আহ্বায়ক কমিটির মেয়াদ বৃদ্ধি ও দৌলতপুর সমিতি কুষ্টিয়ার সার্বিক উন্নয়নের জন্য বাৎসরিক চাঁদা পরিষদ নিয়ো আলোচনা করা হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি