খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা অনির্বাণ ক্লাবের উদ্যোগে ৩ দিন ব্যাপী গোল্ডেন কাপ নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে রবিবার রাত ১০ টায়। এ ফাইনাল খেলায় প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল হাই সিদ্দিকী।
সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মো: আকবর আলীর, সভাপতিত্বে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন সাংবাদিক মো: সাইফুল ইসলাম (শাহীন), যুব দল নেতা মো: জাফর ইকবাল (কর্নেল), ছাত্র দল নেতা মো: মাসুদুজ্জামান রুবেল। তিন দিন ব্যাপী এ নাইট ফুটবল টুর্নামেন্টে উপজেলার ৫ টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন হয় খান মডেল টাউন। এ নাইট ফুটবল টুর্নামেন্টে বিপুল সংখ্যাক দর্শক সমাগম ঘটে।