খন্দকার জালাল উদ্দীন :: কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশী অস্ত্রসহ তিন যুবকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। শনিবার রাতে দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে জয়রামপুর হান্নানের চায়ের দোকানের সামনে থেকে একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ তিন জনকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জয়রামপুর গ্রামের হান্নানের চায়ের দোকানের সামনে থানা পুলিশের একটি টিম চেক পোস্ট পরিচালনা করার সয়ম ইবি থানার দূর্বাচর গ্রামের আব্দুল হাকিম আকমলের ছেলে আশিকুজ্জামান (৩২), শহিদুল ইসলাম ছেলে আবু জাফর (৩২) ও রবিউল সরদার ছেলে রাসেল (২৫) আটক করেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাজমুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়ে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে সালাম দেয়া হয় আটককৃতদের জিজ্ঞাসা বাদ শেষে রোববার সকালে তাদের কোর্টে চালান করা হয়।