দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে থানা বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সহ ৩১ দফা বাস্তবায়নের লক্ষে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দৌলতপুর থানা বিএনপির সভাপতি সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা অসুস্থ জনিত কারণে ঢাকায় অবস্থান করায় দৌলতপুর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ ও সাবেক চেয়ারম্যান
মো: রেজাউল করিমের সভাপতিত্বে দিবস টির তাৎপর্য তুলে ধরে দৌলতপুরথানা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন দৌলতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন,বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, বিএনপি নেতা, আকবর আলী, মো: নজরুল ইসলাম মো:ফজলুর রহমান,দপ্তর সম্পাদক,মো: শের আলী সবুজ, ,যুবদল সভাপতি মো: বেনজির
আহাম্মেদ বাচ্চু যুবদল নেতা মো: মাহবুবুর রহমান, ছাত্রদলের সদস্য সচিব, মো: সুমন গাজী।
এদিকে এর আগে দৌলতপুরের সাবেক প্রতিমন্ত্রী ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আহসানুল হক পচা মোল্লার তারাগুনিয়াস্ত বাসভবন চত্বরের সামনে থেকে দৌলতপুর থানা বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে কয়েক হাজার মোটরসাইকেল রেলি শোভাযাত্রা
সহকারে দৌলতপুরে এসে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এছাড়াও দৌলতপুর থানার ১৪ টি ইউনিয়নে বিএনপির উদ্যোগে পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করা হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি