দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি বোয়ালিয়া
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলতাব হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৭০) হৃদরোগে
আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে
ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
তার মৃত্যুতে দৌলতপুরের সাবেক
এমপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা গভীর
শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদ্রোহী
আত্মার মাগফেরাত কামনা করেছেন।
এদিকে মঙ্গলবার বাদ জোহর দৌলতপুরের শেহালা
পারিবারিক গোরস্থানে তার নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এতে দৌলতপুরের সাবেক
এমপি, দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, থানা
বিএনপির সাবেক সেক্রেটারি শহীদ সরকার মঙ্গল সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও
সর্বস্তরের মানুষ অংশ নেয়।