খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গায় শ্রমিকদের মারপিট করা ও হুমকি অব্যাহত থাকার কারণে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক ইউনিয়ন খুলনা ১১৭৮ এর সকল শ্রমিক নেতারা।
২ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় আল্লারদর্গাস্থ শ্রমিক ইউনিয়ন অফিসে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান শ্রমিকদের কর্মকর্তা এনামুল হক।
জানান গত ৩১/১২/২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার বেলা সাড়ে চারটার দিকে আমাদের শ্রমিক মোঃ শাহ আলম পিতা মোহাম্মদ খাত্তাব মন্ডল সাং জয়রামপুর, দৌলতপুর, কুষ্টিয়াকে জয়রামপুর বাজারের উপর অবৈধভাবে বেধড়ক মারপিট করে হাত ভেঙে দেয় এবং হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।
তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়, তার অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে ঐদিন রাত্রেতে দৌলতপুর থানায় আসামী রিগান মোল্লা পিতা হাসান মোল্লা সাং জয়রামপুর। মোহাম্মদ রাব্বি মোল্লা পিতা মোসলেম মোল্লা, সৈকত মোল্লা পিতা স্বপন মোল্লা সাং জয়রামপুর, মোঃ মহিন মোল্লা পিতা নিপুল মোল্লা সর্ব সাং জয়রামপুর, দৌলতপুর, কুষ্টিয়া। তাদের আসামি করে দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়, যার নম্বর ০২/২০২৫।
দৌলতপুর থানার ওসি সাহেব আসামী গ্রেপ্তার ও আইনের আওতায় বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিলেও এ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই।
এ কারণে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোন পদক্ষেপ গ্রহণ না করলে পরবর্তীতে কঠিন কর্মসূচি ঘোষনা দেওয়া হবে। কর্মসূচি দেওয়ার দেয়ার জন্য আজ সম্মেলন করা হয়েছে।
এর মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করতে চাই, আমাদের পরবর্তী কর্মসূচির কারণে দেশ বা জাতির কোন প্রকার ক্ষতি হলে, আমরা দায়ী থাকবো না।
প্রায় শতাধিক শ্রমিক সংবাদ সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এক প্রশ্নের জবাবে শ্রমিকরা জানান আসামিরা অত্যন্ত খারাপ প্রকৃতির লোক, ইতিপূর্বে তাদের নামে খুন, যখম, জমি দখল, অফিস দখল, অস্ত্র মামলা এবং সাক্ষীকে মারপিটের বহু ঘটনা রয়েছে, তাদের বিচারের আওতায় এনে শাস্তি দাবী করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।