খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবেড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডী বাজারে ৯ জানুয়ারী বৃহস্পতিবার রাত ১ টার দিকে হঠাৎ তামাকের গোডাউনে আগুন দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা গেছে গোডাউন টি এলাকার লস্কর পাড়ার মুনতাজ আলীর ছেলে তামাক ব্যবসায়ী নিয়ামত আলী লস্করের। তিনি জানান কে বা কারা পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটায়েছে, গোডাউনে ৪০০ মন তামাক ছিল যার বাজার মূল্য ৭ লাখ টাকা,সব হারিয়ে ব্যবসায়ী দিশেহারা।