দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশী পিস্তুল ও ৭ রাউন্ড গুলিসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার
করা হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।
পরে বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। গ্রেপ্তাকৃতরা হলেন বাগোয়ান মধ্যপাড়া এলাকার ফজল মন্ডলের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও আনোয়ারের স্ত্রী কমেলা বেগম (৩৪) । সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্প সুত্রে জানাযায়, আনোয়ারের বাড়ীতে তল্লাসী চালিয়ে তার শয়ন কক্ষ থেকে একটি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় তার স্ত্রী কমেলা বেগমকেও আটক করে ক্যাম্পে নিয়ে আসে সেনাসদস্যরা।
প্রাথমিক জিঞ্জাসাবাদে আনোয়ার সীমান্তবর্তী এলাকার অস্ত্র মাদক ও চোরাচালানসহ নানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করছে। এছাড়া আনোয়ারের বিরুদ্ধে একাধিক হত্যা, মাদক ও অস্ত্র মামলা রয়েছে বলে জানানো হয়। এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, বিকেল ৩ টার দিকে আসামীদের কারাগারে পাঠানো হয়েছে, এবিষয়ে থানায় মামলা হয়েছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি