খন্দকার জালাল উদ্দীন : দৌলতপুর বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডে মত দুর্ঘটনা ঘটলে সয়ংক্রিভাবে কিভাবে সংকেত দেয়া যায়। জীবন ও সম্পদ রক্ষা করা যায়। নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে এ ধরনের চমৎকার আইডিয়া নিয়ে প্রকল্প তৈরী করেছেন দৌলতপুর কলেজের শিক্ষার্থীরা। মেলায় দর্শনার্থীদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করছেন তারা। গ্রামীন জনগোষ্ঠির জন্য টেকসই উন্নয়ন নিয়ে পাশের একটি স্টলে প্রকল্প প্রদর্শন করছেন উপজেলার কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে এমন নানা ধরনের প্রকল্প নিয়ে ষ্টল সাজিয়েছেন উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নতুন নতুন আইডিয়া দিয়ে তৈরী প্রকল্প দেখে আনন্দিত দর্শনার্থী ও আয়োজকরা।
‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দৌলতপুরে ২ দিন ব্যাপী ‘বিজ্ঞান মেলা ২০২৫’ এর আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বুধবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী।
এ সময় উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) ফয়সাল আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দৌলতপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের পক্ষ থেকে ১৪ স্টল দেয়া হয়। শিক্ষার্থীরা নিজেদের নানা উদ্ভাবন প্রদর্শনের জন্য স্টলে নিয়ে আসে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষের আগমন ঘটে।
নিজেদের আবিস্কার ছাড়াও অন্যদের প্রদর্শিত প্রজেষ্ট ঘুরে ঘুরে দেখেছে শিক্ষার্থীরা। মেলায় নিজেরদের আবিস্কার প্রদর্শন করতে পেরে আনন্দের পাশাপাশি আবেগে আপ্লুত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে তারা যে আবিস্কার বা প্রজেক্ট তৈরী করেছেন তা নিজ নিজ স্টলগুলোতে প্রদর্শন করা হচ্ছে। শুধু নিজেদের তৈরী করা আবিস্কার প্রজেক্টই নয়, অন্যদের স্টলে প্রদর্শন করা প্রজেক্ট দেখেও নতুন নতুন আইডিয়া শেখা যাচ্ছে।
এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে সহায়তা করবে। কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সোনামনি, গ্রামীন জনগোষ্ঠির জন্য টেকসই উন্নয়ন নিয়ে তারা এটটি প্রজেক্ট তৈরী করে মেলায় প্রদর্শন করা হচ্ছে। মেলায় সব স্টলের প্রজেক্টই মান সম্মত। এ দেশের শিক্ষার্থীদের সৃজনশীলতা একসময় বিশ্বময় ছড়িয়ে পড়বে। জ্ঞানে-বিজ্ঞানে বিশ্বসেরা হবে এদেশের শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মেলার স্টল পরিদর্শনে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়ক নুসরাত তাবাসসুম।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের প্রজেক্ট দেখে আমরা অভিভুত। আমাদের দেশের শিক্ষার্থীরাও জ্ঞান বিজ্ঞানে কোন অংশে কম নয়। মেধাবী এসব শিক্ষার্থীদের হাত ধরেই বাংলাদেশ বিশ্ব জয় করবে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্টলে আগত শিক্ষার্থীরা চমৎকার আইডিয়া নিয়ে নিজ নিজ প্রজেক্ট তৈরী করেছে। তরুণ সমাজ বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত হবে।
নিজেদের মেধা ও মননে সৃজনশীলতার স্বাক্ষর রাখতে পারবে। প্রযুক্তি ব্যবহারে তরুণ সমাজ আগ্রহী করা ও দেশের উন্নয়ন হবে এই লক্ষ্যে বিজ।ঞান মেলার আয়োজন করা হয়েছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি