খন্দকার জালাল উদ্দীন কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের পদ্মা নদীর চর সংলগ্ন এলাকায় শূন্য রেখা বরাবর সীমান্ত পিলার ১৫৭/এমপি হতে ৮৫/১০-এস পর্যন্ত প্রায় ৫ কিঃ মিঃ অংশে যৌথ সার্ভে এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্ধারকৃত ও বিজিব্’ির নিয়ন্ত্রণে থাকা বিপুল পরিমাণ বাংলাদেশী ভুখন্ড পরিদর্শন বিজিবির কুষ্টিয়া সেক্টরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
১৪ জানুয়ারি মঙ্গলবার কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মারুফুল আবেদীন ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপী এ পরিদর্শন করেন। এ সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান এবং সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ অংশে পদ্মা নদীর চর সংলগ্ন এলাকায় শূন্য রেখা বরাবর সীমান্ত পিলার ১৫৭/এমপি হতে ৮৫/১০-এস পর্যন্ত প্রায় ০৫ কিঃ মিঃ এলাকা যৌথ সার্ভে এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্ধারকৃত ও বিজিবি এর নিয়ন্ত্রণে থাকা বিপুল পরিমান বাংলাদেশী ভূখন্ড এলাকা পরিদর্শন করেন।
এ সময় শূন্য রেখায় উপস্থিত স্থানীয় ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর চরভদ্রা কোম্পানী কমান্ডারসহ বিএসএফ এর একটি টহল দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিজিব্’ির কর্মকর্তারা।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি