খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী মরহুম আহসানুল হক মো ল্ল্ নামে খলিসাকুন্ডি ডিগ্রী কলেজের এটকটি ভবনের নাম ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর পূনঃস্হাপন করা হয়েছে।
গতকাল সকালে খলিসাকুন্ডি ডিগ্রী কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাম ফলকের উন্মোচন করেন দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপ্র আহ্বায়ক আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
খলিসাকুন্ডি ডিগ্রী কলেজের অধ্যক্ষ নাজমুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির সাবেকষঅধ্যক্ষ ও সভাপতি এমদাদুল রহমান, খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মহসিন আলী, বি,এন, পি নেতা মোঃআব্দুল বারী সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি