দৌলতপুর প্রতিনিধিঃকুষ্টিয়ায় মোহিনী মোহন বিদ্যাপীঠ মাঠে বৃহঃস্পতিবার দুপুরে তারুণ্যের উৎসব ২০২৫ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক, বালিকা অনূর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
জেলার ৬ টি উপজেলার ৬টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠিত ফাইনাল খেলায় -কুষ্টিয়া সদর ও দৌলতপুর উপজেলার মধ্যে খেলায় দৌলতপুর উপজেলা বালক দল কুষ্টিয়া সদরকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
এ খেলায় প্রধান অতিথি থেকে পুরস্কার ও ট্রফি প্রদান করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ মিজানুর রহমান।এ সময় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) দৌলতপুর মোঃ ফয়সাল আহমেদ। এছাড়াও সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষকসহ বিপুল পরিমাণ দর্শক উপস্থিত ছিলেন।