দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার পুলিশ লাইন্স আয়োজনে জেলা শ্রেষ্ঠ পুরস্কার দু’টি পেয়েছে দৌলতপুর থানা। ২৭ মার্চ জেলা পুলিশ সুপারের আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে ৷ উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। সভাপতি কল্যাণ সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। একই সাথে সকলকে মানবিক পুলিশ হতে হবে এবং প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব,ঈমানী দায়িত্ব মনে করে যথাযথভাবে সঠিক সময়ে দ্বায়ীত্ব পালনের মাধ্যমে জনগণের শতভাগ কল্যাণ নিশ্চিত করতে হবে। সভাপতি ফেব্রুয়ারী-২০২২ অত্র জেলায় বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের ভাল কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন পদ মর্যদার তিনজন পুলিশ অফিসারকে সনদপত্র, ক্রেস্ট এবং অর্থ পুরস্কারে পুরস্কৃত করেন। জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জাবীদ হাসান ও শ্রেষ্ঠ এ এস আই নির্বাচিত হন জাহিদুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড এ্যপস্), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, কুষ্টিয়া, আরওআই, রির্জাভ অফিস, ডিআইও ১, আরআই, কুষ্টিয়া, সকল থানার অফিসার ইনচার্জ, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ। দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জাবীদ হাসান জানান, আমার দ্বায়ীত্ব ও কর্তব্য যথাযথ পালন করে যাব, মানুষের কল্যাণে কাজ করে যাব, পুরুস্কার বড় কথা নয়।