দৌলতপুর প্রতিনিধি : দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউপির বাস্টান্ড বাজারের পাশ্বে সূর্য নবিন ক্লাব চত্বরে নব জাগৃতি সাংস্কৃতিক সংসদের উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেল ৪ টাই মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী পালিত হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনটির আহবায়ক মুক্তি যোদ্ধা এমা মুহাম্মদ আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক গোবেষক ও অবঃ অধ্যাপক শফিউল ইসলাম। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির দৌলতপুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক ডাঃ সামসুজোহা মন্টু, অধ্যাপক মতিউর রহমান, মুক্তি যুদ্ধা অমর আলী, মুক্তি যুদ্ধা নাজিম উদ্দীন, নব জাগৃতি সাংস্কৃতিক সংসদের যুগ্ম সম্পাদক এম ফরজ উল্লা, সিনিয়র সাংবাদিক এম মামুন রেজা, সদস্য হেলাল উদ্দিন, সাংবাদিক সাইদুর রহমান, অধ্যাপক নবীন, সামসুজোহা মানিক,বিশিষ্ট ক্রীড়া সংগঠক রানা প্রমুখ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।