খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা হলুদবাড়ীয়া গ্রামের পার্টেক্স মোড়ে মায়ের কোলে গলায় সুজি আটকে ৭ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানাগেছে ৩ জুন শুক্রবার বেলা ৩টার দিকে হলুদবাড়ীয়া গ্রামের রবিউল ইসলাম রবি’র ৭ মাসের শিশু (ছেলে) কে মায়ের কোলে দুধের সাথে সুজি মিসায়ে খাওয়ানোর সময় শিশুর গলায় সুজি আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে শিশুটির মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিঃস্পাপ শিশুটিকে যে দেখেছে, তারই হৃদয়কে নাড়া দিয়েছে। বাদ আছর এলাকার কবর স্থানে তাকে দাফন করা হয়।