খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবলীগের উদ্দোগে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আল্লারদর্গায় যুবলীগের বিক্ষোভ মিছিল।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতৃবৃন্দের হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আল্লারদর্গা বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি আল্লারদর্গা পার্টি অফিস থেকে বের হয়। বিক্ষোভ মিছিলটি আল্লারদর্গা বাজার প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক আল্লারদর্গা শাখার সামনে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, যুগ্ম-সাধারন সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চু, উপজেলা আ.লীগের সদস্য মামুন কবিরাজ, যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক সালাউদ্দিন খান শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ বিন জোহানী তুহিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক আনিছুর রহমান সাগরসহ দৌলতপুর আওয়ামী যুবলীগ ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।