খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসে আক্রান্ত ৩৫ জন রোগীর মাঝে অনুদানের চেক প্রদান করেছে উপজেলা সমাজ সেবা কার্যালয়।
২২ জুন বুধবার বিকাল ৪ টার সময় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাধারণ এ্যাড. এজাজ আহমেদ মামুন এর সভাপতিত্বে , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল জব্বার। চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আতাউর রহমানসহ আওয়ামী লীগের নেতা কর্মী বৃন্দ। চেক বিতরণ অনুষ্ঠানে ৩৫জন ক্যান্সার আক্রান্ত রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে, অনুদানের চেক বিতরণ করা হয়। সমাজ সেবা অধিদপ্তরের বিশেষ প্রকল্পের আওতায় প্রতিবছর এ ধরনের মুমূর্ষু রোগীদের চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য অনুদান প্রদান করে থাকে।