দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশিধর পুরের বিশিষ্ট ডাক্তার মরহুম আব্দুল লতিফের কন্যা গুল আফরোজা দিলরুবা এর দশম মৃত্যু বার্ষিকী আজ, গুল আফরোজা দিলরুবা দুরা রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা এবং কোলকাতায় চিকিৎসার পর্যায়ে আজকের এ দিনে মৃত্যু বরন করেন। গুল আফরোজার উচ্চতর শিক্ষা লাভের পর মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত ঢাকার প্রিমিয়াম সিকিউরিটি লি: ও বৃটিশ বেঙ্গল সিকিউরিটিজ ঢাকা ষ্টক এক্সচেঞ্জ কর্মরত ছিলেন, তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে শশীধরপরে শুক্রবার বাদ জুম্মা মিলাদ মাহফিল ও দোয়র আয়োজন করা হয়েছে। গুল আফরোজা দিলরুবা দৌলতপুরের সাংবাদিক মো: সাইফুল ইসলাম (শাহীন) শালিকা।