দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে শ্যামলী আক্তার (৩০) নামের এক স্বামী পরিত্যাক্তা নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার সকাল ৭টায় উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা কানাপাড়া শ্যামলীর বাবার বাড়ির পাশের একটি ধোনচে ক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ ।
পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়,বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টায় মোবাইলে কথা বলার জন্য ঐ নারী বাড়ি থেকে বের হয়ে, রাতে আর বাড়ি ফেরেনী। পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করে করে সন্ধান মেলেনি।
শুক্রবার ভোর রাতে বাড়ির পাশে ধোনচে ক্ষেতে শ্যামলীর লাশ দেখতে পায় নিহতের মেয়ে। বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানানো হলে পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঐ নারীর লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা অন্যত্র থেকে লাশ এনে এখানে ফেলে গেছে ।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান আমরা তাৎক্ষণিক ওখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। সেই সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর তৎপরতা চলছে।