দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বুধবার সকাল ১০ টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব আব সাঈদ মো: আজমল হোসেনের সভাপতিত্বে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কুষ্টিয়া জেলা শাখার সভাপতির বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: রকিবুল ইসলাম টুকু প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির জেলঅ শাখার কার্য নির্বাহী সদস্য মো: হাবিবুর রহমান সবুজ , মো: ওবাইদুর রহমান বীর ুমক্তিযোদ্ধা আ: সব্বহান পিভিডি এসের কেন্দ্রীয় নেতা, আর এমপি সভাপতি মো: সুমন আলী, পিভিডি এসের কেন্দ্রীয় নেতা ডা: হেলাল উদ্দিন পিভিডিএসের থানা সভাপতি ডা: মহিফুল ইসলাম হিটলার, পিভিডিএস ও আর এমপির সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক মো: সাইফুল ইসলাম (শাহীন), পিভিডিএসের কেন্দ্রীয় সদস্য ডা: জামশেদ আলী পিন্টু , মো: লিটন রেজা অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন মো: আনোয়ার হোসেন, আলহাজ্ব মো: ডা: হাবিবর রহমান, মো: ইউসুফ আলী, মো: আরিফুল ইসলাম, মো: তরিকুল ইসলাম বিদ্যুৎ । মো: কামরুল ইসলাম, মো: বোরহানুর রহমান, আলহাজ্ব মো: মোস্তকিন, ডা:পিয়ার আলী। এমত বিনিময় সভায় নির্দ্ধারিত মূল্যে ঔষধ বিক্রয়ের আহবান জানানো হয় । এতে প্রায় দুইশত ঔষধ বিক্রেতা ও ব্যাবসায়ী উপস্থিত ছিলেন ।