দৌলতপুর প্রতিনিধি :কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আড়ীয়া ইউনিয়নে লালনগর গ্রামে ছোট ভাই এর স্ত্রী সাথে ছাগল নিয়ে সংঘর্ষে বড় ভাই নিহত হয়েছে।
এলাকাবাসী জানান, লালনগর গ্রামের ময়নালের ছেলে চাঁদ আলীর সাথে ছোট ভাই সোহেল এর স্ত্রী হেমলির সাথে ছাগল নিয়ে কথা কাটাকাটি হয়, শনিবার সকাল ১১ টার সময় ।
চাঁদ আলী হেমলিকে চড় থাপ্পড় মারে। হেমলির মামার বাড়ি একই এলাকাতে হওয়াতে হেমলি তার মামা খবির উদ্দিন মালিথার ছেলে রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম এবং রবিউল ইসলামের ছেলে মুক্তার ও জাহিদুল ইসলামের ছেলে আকাশ কে ডেকে আনে। তারা চাঁদ আলীর বাড়িতে প্রবেশ করে।
চাঁদ আলী তাদের ভয়ে ঘরের ভিতর ঢুকে দরোজা লাগিয়ে দেয়। রবিউল ইসলাম’রা ঘরের জালানা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মারপিট করে। মারপিটে চাঁদ আলী আহত হলে এলাকাবাসী উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। চিকিৎসারত অবস্থায় শনিবার রাত অনুমানিক ৯ টার দিকে চাঁদ আলী মারা যায়।
চাঁদ আলীর স্ত্রী লিলুফা ইয়াসমিন বলেন, আমার স্বামীকে সোহেল ও তার স্ত্রী হেমলি সহ হেমলির মামা ও মামাতো ভাইএরা মারধর করে মেরে ফেলেছে আমি এই ঘটনার বিচার চাই।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, আড়ীয়া ইউনিয়নে লালনগর গ্রামে ছোট ভাই সোহেল এর স্ত্রী সাথে ছাগল নিয়ে সংঘর্ষে বড় ভাই চাঁদ আলী নিহত হয়েছে। চাঁদ আলীর স্ত্রী বাদি হয়ে থানায় একটু এজাহার দিয়েছে। এজাহার মূলে একজন আটক হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।