1. raselahamed29@gmail.com : admin :
  2. uddinjalal030@gmail.com : jalal030 :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

দৌলতপুর সিমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে বন্দী বিনিময় অনুষ্ঠিত

Khandaker Jalal Uddin. Email: uddinjalal030@gmail.com
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৩৬৬ Time View

 

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সিমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকে বন্দী বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী ও মহিষকুন্ডি কোম্পানী কোমান্ডার সুবেদার আমজাদ হোসেন জানান, ১৭ অক্টোবর সকাল ১০টার দিকে বাংলাদেশ সিমান্তে মাথাভাঙ্গা নদীর ওপারে কৃষক ইমদাদুল হক, পিতা সুজিব মন্ডল,প্রক্রট নগর, মুঞ্জিগঞ্জ, ১৫৩/৭-এস পিলারের কাছে নিজ জমিতে ঘাস কাটতে গেলে, ভারতের বিএসএফ তাকে ধরে নিয়ে যায় এবং নিকৃষ্ট ভাষায় গালাগালি করে। অপর দিকে বাংলাদেশ সিমান্তে ভারতের তিনজন নাগরিক ট্রাক্টর নিয়ে বাংলাদেশ সিমান্তে প্রবেশ করলে, বিজিবি তাদের আটক করে। এ নিয়ে সিমান্তে চরম উত্তেজনা বিরাজ করে। মহিষকুন্ডি কোম্পানী কোমান্ডার সুবেদার আমজাদ হোসেন চরম ধৈর্য ও শক্ত অবস্থান গ্রহণ করেন, এক পর্যায়ে বিএসএফ’র পক্ষ থেকে বন্দী বিনিময় প্রস্তাব আসে, শর্তঅনুযায়ী ৬ সদস্য বিশিষ্ট উভয় পক্ষের বাহিনী ১৫৩/৭-এস পিলারের কাছে বেলা ৩টার দিকে পতাকা বৈঠকে বন্দী বিনিময় হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্বদেন বিজিবি’র মহিষকুন্ডি কোম্পানী কোমান্ডার সুবেদার আমজাদ হোসেন ও ভারতের পক্ষে নেতৃত্বদেন ১৪১ বিএসএফ’র-এফ এর কোম্পানী কোমান্ডার ইন্সপেক্টর সুভাষ শর্মা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 biplobidiganta.com

Design & Developed By : Anamul Rasel