দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জয়ভোগা গ্রামের ডা: বেলাল হোসেন ও ডা: রইচ উজ্জামান এর পিতা বীর মুক্তিযোদ্ধা ডা:ফজলুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মান্নান হার্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪.৩০ সময় ইন্তেকাল করেছেন।
ইন্ন—রাজিউন। মরহুমের জানাজার নামাজ বাদ যোহর হলুদবাড়িয়া-জয়ভোগা ঈদগাহ-গোরস্থান মাঠে অনুষ্ঠিত হয় এবং এখানে পুত্রের কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়। এর আগে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি পুলিশের চৌকস বাহিনী মরহুমের রাষ্ট্রেীয় মর্যদা প্রদান করেন। জানাজায় স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব মো: রেজাউল হক চৌধূরী, উপজেলা চেয়ারম্যান এ্যাড: এজাজ আহাম্মেদ মামুনসহ এলাকার সুধী মন্ডলী। মরহুম বীর মুক্তিযোদ্ধা ডা:ফজলুল হক স্ত্রী ৪ পুত্র, ২ কন্যা সহ অসংখ গুনগ্রাহী রেখেগেছেন।